Purevax Feline 4 বাংলাদেশ সরকারের একমাত্র অনুমোদনপ্রাপ্ত বিড়ালের Flu Vaccine । এটি আপনার বিড়ালকে এক বছর পর্যন্ত Cat Flu রোগ থেকে রক্ষা করবে। Feline Rhinotracheitis Calici Panleukopenia Chlamydia Psittaci Vaccine যা আপনার বিড়ালকে রক্ষা করবে এই প্রাণঘাতী রোগ সমূহের হাত থেকে ।
Purevax Feline 4 বিড়ালের Cat Flu Vaccine যা বাংলাদেশ সরকার কর্তৃক একমাত্র অনুমোদিত Cat Flu Vaccine।
গত 30 ডিসেম্বর 2022 থেকে 20 সেপ্টেম্বর 2022 পর্যন্ত এই একমাত্র অনুমোদিত ভ্যাকসিন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ছিলনা। Vet and Pet Care দীর্ঘ নয় মাস যাবত Cat Flu Vaccine দেওয়া থেকে বিরত ছিল কারণ যে সমস্ত ভ্যাকসিন মার্কেটে দীর্ঘ নয় মাস ধরে পাওয়া যায় সেগুলোর অনুমোদন বাংলাদেশ সরকার দেইনি অন্য যে সমস্ত ভ্যাকসিন গুলো মার্কেটে আছে সে সমস্ত Cat Flu Vaccine গুলো অবৈধ উপায়ে বাংলাদেশ আসে এবং যার তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং গুণগত মান শতভাগ নিশ্চিত না করায় এই ভ্যাকসিন নষ্ট হয়ে যায় । এই অবৈধ Vaccines ব্যবহার করা অনিরাপদ এবং এই অবৈধ ভ্যাকসিন ক্রয়-বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ ।
আমাদের Vet and Pet Care হসপিটাল গত নয় মাস ধরে এই Cat Flu Vaccine দেওয়া থেকে বিরত থাকে |
Purevax Feline 4 যে সমস্ত প্রাণঘাতী রোগ থেকে আপনার বিড়াল কে শুরক্ষা প্রদান করবে -
Feline Rhinotracheitis
Calici
Panleukopenia
Chlamydia Psittaci
কতদিন পর্যন্ত ভ্যাকসিনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার সামর্থ্য থাকে ?
#এক বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে
কতদিন পরে বুস্টার দোষ দিতে হয়?
# তিন থেকে চার সপ্তাহ পরে
অন্য কোন ভ্যাকসিন দেওয়া থাকলে কি এই ভ্যাকসিন দেওয়া যাবে?
#: Purevax Feline 4 ভ্যাকসিন ছাড়া অন্য কোন ভ্যাকসিন দিয়ে থাকলে সেগুলো নষ্ট এবং বিড়ালের শরীরে রোগ প্রতিরোধ তৈরি করার ক্ষমতা থাকবে না যার কারণে আপনি অন্যান্য ভ্যাকসিন দেওয়ার পরেও এই ভ্যাকসিন দিতে পারবেন ।
বিড়াল প্রেগনেন্ট অবস্থায় কি ভ্যাকসিন দেওয়া যাবে?
# বিড়াল পেগনেট অবস্থায় আপনি ভ্যাকসিন দিতে পারবেন না এবং বাচ্চা দেওয়ার পর 35 দিন পরে ভ্যাকসিন দিতে পারবে ।
ভ্যাকসিন দেওয়ার সব থেকে নিরাপদ সময় কখন ?
# ক্যাট ফ্লু ভ্যাকসিন দেওয়ার সব থেকে নিরাপদ সময় হচ্ছে আগস্ট থেকে নভেম্বর